মেঘহীন বিষন্ন আকাশ।
শীতলতার লাবন্য বিহীন বাতাস।
নির্বাক পৃথিবী অবাক হয়ে চেয়ে রয়।
শুধু একফোঁটা শীতল বৃষ্টি কণার আশায়।
নিজ গর্ভে সুপ্ত ভবিষ্যৎ আজও আগামীর অপেক্ষায়।
স্বপ্ন বাধে,মনের সাধে।
বহু আশায় ভালোবাসায়।
উত্তর মেলে নাই-
আজ অপেক্ষায়।
শুধু অপেক্ষায়।
...................................................
ইং-০৫/০৩/২০১৮