শুধু নীরব ভাবে চেয়ে থাকা
মহান শ্রষ্ঠার দিকে।
অমর কেউ নয়,জীবন মৃত্যু
মনুষ্যত্ব থাক টিকে।
সূর্য আলো ভীষন আঁধার
আঁধারের বুকে হতাশ।
নিঃশ্বাসে বিষাক্ত কান্না সুর
লুকায় বিশুদ্ধ বাতাস ।
বদ্ধ জীবন ঘরের কোণে
প্রিয়জন হয়েছে পর।
বাহির ছিল অধিক প্রিয়
প্রিয় হয়েছে এবার ঘর।
আঘাত মারছি শ্রষ্ঠার সৃষ্টিতে
সদা ভেবেছি আমরা শ্রেষ্ঠ।
অপ সৃষ্টিতে ব্যস্ত থেকেই
ভেবেছি সবার বয়োজ্যেষ্ঠ।