নীল গগনে ভেসে তারা,
ভেবে পাগল কেন সারা?

রামধনুতে রঙের খেলা-
ভেবে কাটায় বিকাল বেলা।

উড়িয়ে ধোঁয়া নীল গগনে-
ছুটছে মেঘ,কাদের টানে?

কোন সাগরের জলের ধারা-
শীতল করায় মোদের ধরা।

কিসের আগুন মেঘের মাঝে,
তড়িৎ আলোয় আকাশ সাজে।

বাতাস আসে কার উৎস হতে?
কাদের?মধূর মিলন,ধরা সাথে ।



.......................................
.......................................।।