[এই আসরের প্রিয় শ্রদ্ধেয়া কবি পারমিতা৫৮(অনুরাধা) মহাশয়াকে আমার এই ক্ষুদ্র উপহার দিলাম, সেই সঙ্গে রইল আসরের সকল কবিগণ ও পাঠগনের জন্য শুভ কামনা।]
ভোরের স্বপ্ন মিশে গেছে,
রামধনুর রঙে।
ডানা হীন শঙ্খচিল বেদনায় কাতর,
আজ মিশে আছে নীরস মরা গাঙে।
চারিদিকে শুধু শূন্য থেকে শূন্যতা,
সদা বাকি কিছু থেকেই যায়,
কিছুতেই পাইনা সে পূর্ণতা।
দৃষ্টিতেও মিথ্যার আঁচড়-মরীচিকা
না হয় জেগে ওঠা আলেয়া।
দুঃসহ বেদনার জীবন,
অসময়ে কান্নায় ঝরে পড়ে-
পাপড়ি হীন ডালিয়া।
পৃথিবীর ভগ্ন পাঁজরে, আজও হাহাকার,
শরতের মেঘে নেই বৃষ্টি,
শুধু মিছে মিছে সঞ্চার।
বুকে ফুটো নৌকো-আশার স্বপ্ন নিয়ে চলে।
ভাঙা স্বপ্ন পূর্ণতা না পেয়েই ফিরে যায় দলে দলে।
চলবে নাকি এইভাবে সীমাহীন অনন্তকাল।
স্বচ্ছ নতুনকে গড়তেই আসুক মহাকাল।