চলো আজ কিছু উত্তর খুঁজি-
ঐ মেঘ ভরা আকাশের উদরের গভীর আঁধারে।
শূন্যের সীমা রেখার অদূরে,
আজও অজানার হাতছানি- চলবে চিরকাল।
চিরকাল চলে অসীম হাওয়ায়- অচেনা পথে।
জোনাকী আলোয় তপ্ত আদরে,
ক্লান্ত শরতের সাঁঝের বেলা।
প্রজাপতি রং হারা-
আসেনি রং ধরা রামধনু।
নেই মেঘেদের প্রেম ভালোবাসার আগমন।
অঘ্রাণের ঘ্রাণে আসেনি
ঘুম থেকে জেগে ওঠা- আতব ধানের সুগন্ধি সৌরভ।
আসেনি হীরক দানার আঁখি নীর।
অঘ্রাণের ভোরের শিশির।
উত্তর খুঁজি----- অনন্তকাল।