প্রজাপতি, তোর উড়তে এখন মানা,
রামধনুর রঙ নিয়ে,সাজিয়েছি তোর ডানা।
আদর করে রঙের মেলা ।
সাজিয়ে ছিলাম সারা বেলা।
বলছি তোরে,এখন উড়িস না।
হাজার বছর ধরে ধরে,
সাজিয়ে ছিলাম একটু করে।
এসেছিল হাজার শতক জনা কয়েক,
একটু খানি নিজের ভুলে,
রঙ পেল মাত্র জনা কয়েক।
জানি নাইতো-তোর জানা,
তাই করছি তোরে মানা।
ধুয়ে যাবে রঙের ডানা।
যাবে না তোরে চেনা-
বলছি তোরে,এখন উড়িস না।
চ ল বে---
রচনাকাল- ছেলেবেলা।