অজানা সময়
মহঃ সানারুল মোমিন
ঘন কালো আঁধার রজনী,
বুকে তার শ্বেত বুলেটের চিহ্ন।
শূন্য প্রান্তরে জনম দুঃখিনী,
ব্যথায় ব্যথায় হৃদয় ছিন্ন ভিন্ন।
শীতের রজনীতে নক্ষত্র কাঁদে,
অশ্রু ঝরে-ক্ষুধার্ত ধরণীর বুকে।
আজ বুনো চিল-পড়েছে ফাঁদে,
বিশ্ব দিশেহারা অজানা দুঃখে।
আজও ঘুমায়-আগামী সময়,
নেই ফুটে ওঠার নিজ ভাবনা।
পঙ্গু অচল,অক্ষম অধম হৃদয়,
বেড়ে চলে নীরবে কষ্ট যাতনা।
ঘুম ভেঙেও ঘুমিয়ে স্বপ্ন দেখি,
দুরে সরে চলে যায়- চির সত্য।
সত্য দেখি,মিথ্যা লিখি,নীরব থাকি।
দুঃখে আনন্দ থাকি-থাকি চির মত্ত।