উদাসী সময়
--------------- মহঃ সানারুল মোমিন
উদাসী সময়,বয়ে চলে যায়।
জন্ম উৎস থেকে মৃত্যু মোহানার দিকে।
কিছু আশা, কিছু ভালোবাসা।
বাঁধা পড়ে যায় জীবনের অচিন বাকে।
আজ স্বপ্নরা, শুধু দিশেহারা
বুকে ব্যথা কান্না-চিৎকার হাহাকার ।
কে যাবি আয়, শুধু বলে যায়।
অচিন দেশে ডাক দেয় বারবার।
এসেছি এইদিনে,বলে প্রিয়জনে।
মেতে উঠি আনন্দ শত শত উৎসবে।
কেউ বলে আয় আছি অপেক্ষায়।
আর নয় সুখ, ছিল যা জীবন শৈশবে।
উদাসী সময়,বয়ে চলে যায়।
অধম জীবন মিশে যায় স্রোতের উদরে ।।
শেষ মোহনায়,আছে অপেক্ষায়।
ডাকে ভালোবাসার গভীর আদরে......।