চলো যাই ঐ নদী তীরে,
ঘুরি ফিরি একটু দূরে।

নীল আকাশে ছড়িয়ে আশা,
শুধু প্রেম আর ভালোবাসা ।

তোমার ঐ কালো চুলে,
সাজাবো রঙিল ফুলে।

সবটি হবে সবুজ-কালো,
কোনও একটি হবে সাদা।

কে যেন কৃষ্ণ ওগো-
তুমি প্রাণের রাধা।


.......................................।