আদি অনন্ত কাল,
ঘামে বরফ,ঝরে অশ্রুজল।
আকাশের বুকে চিরে
         মানব শিশুর কান্না
আসে বেদনার কোলাহল।

ক্লান্ত এক সময়,
কিছু বলে,ভাঙে মন হৃদয়।
মাটির শরীরে বেদনা
          নব প্রত্যুষের জন্ম
নীরব থাকে , বর্ণপরিচয়।

মহা জাগতিক দিন
দুর্বল শরীর, হয় শুধু ক্ষীণ।
ভাবনায় নীরব স্বপ্ন
            বাতাসের কোলে
লিখা থাকে জন্মের শুধু ঋণ।


প্রাণ বিহীন সুর,
গ্রীষ্ম দুপুর,রচে অচল নূপুর।
লিখে  প্রাণের  গান
           সকাল বিকাল রাত
ছন্দ হারায়, বিষাদ ভরপুর।