শ্রদ্ধাঞ্জলি নেতাজির জন্মদিনে
মহঃ সানারুল মোমিন
শত সহস্র তারকার বুকে আলোক রশ্মি খুঁজি
হারিয়ে যাওয়া সভ্যতার পরাজিত অন্ধকারের পাঁজরে
শুধু খুঁজে পাই
পরাধীন লাঞ্ছিত বঞ্চিত হারানো সময় ---
নিঃস্বার্থ সময় একটি পথ চেনায় একটি আবির্ভাবে
চিহ্ন রেখে যায় শত সহস্র বীরত্ব মহত্বের দৃঢ় ব্যক্তিত্বের
মনের গভীর প্রত্যাশা,
তীব্র মনের আশা ও সংকল্পের ভাষা
হিসাব বিহীন সময় ইতিহাস লিখে মনের গভীরে ---
ছিল প্রয়োজন,ব্যর্থ হয় আয়োজন, বৃথা বিসর্জন
আলোকরশ্মি নিভে যায় অজান্তে
প্রয়োজন থেকে যায় এক টুকরো স্বাধীনতার
চির চেনা সুভাষের সুবাসে ---
তাই আজও থাকি অপেক্ষায়---