মনের অন্তরে চির সত্যদের চিৎকার,
চির বন্ধী,শুনি মৃত্যুর হাহাকার।
নিজেই করেছি স্বেচ্ছায় বন্ধ তালা।
আজও নীরব ব্যথায় করে খেলা-
খুলবো না আর,
হোক যতই চিৎকার হাহাকার।
মনের বাইরে দেখি শত আঁধার।
আঁধারের মাঝেই,
আলো খুঁজে মরেছে বারবার।
মাটির গভীর আঁধারে আজও ঘুমায়,
জীবন্ত বৃক্ষ জীবন।
জানে সে বাইরে প্রতিকুল সময়,
এলেই ঘটবে মরণ।
তাইতো বলি,
ঘুমিয়ে আছিতো বেশ।
আসবো না আর ঘুমিয়ে ঘুমিয়ে -
হবো একদিন শেষ।
....................................... চলবে।