ক্লান্ত চাঁদ,
ছেঁড়া জ্যোৎস্না ছড়ায়
পৃথিবীর পরিত্যক্ত বারান্দায়।
তোমার হারানো প্রভাতে থাক কিছু স্মৃতি
ফেলে আসা রাতের গভীরের নব যৌবনা সময়ের হৃদয়ে
পরাধীনতার বিষন্ন শরীর আবৃত হয় অকালের ঠিকানায়-
আটকে থাকে স্বতন্ত্রতার উপন্যাস,আবর্তনের সমতলে