তিন বুড়ো পণ্ডিত,
            কষে শুধু ফন্দি।
ভালো ভালো ছায়া পেলে,
            করবে শিশি বন্দি।

লাঠি হাতে বুড়োটা,
           আঘাত মারে আদরে।
দাবি করে “বীর আমি-
             ছায়া ধরি আঁধারে।

জাল হাতে পণ্ডিত,
             চড়ে তাল গাছেতে।
জাল ছুড়ে বারবার।
            পাখিদের চলন্ত ছায়াতে।

থলে হাতে পাগলার,
             হাতে থাকে কাঁচিটা।
বলে-“ ছায়াদের ডানা কেটে,
             রেখে দিই বাকিটা”।

তিন বুড়ো পণ্ডিত,
            করে শুধু চিৎকার ।
ছিল মোদের পূর্বপুরুষ
            ছায়া ধরার দাবিদার।

টক ছায়া, ঝাল ছায়া,
             হাজার ছায়া  ছিল  বাড়িতে।
ভালো ছায়া, কালো ছায়া,
            ভরা ছিল বড় বড় হাঁড়িতে।

প্রথমে,নিজের ছায়া ধরতে,
            করে চেষ্টা শতবার।
সজোরে কেঁদে ফেলে,
             ব্যর্থ হয়ে বারবার।


......................................................