থেমে যাওয়া সময়
মহঃ সানারুল মোমিন
মেঘ গুলি থেমে গেছে,
নীল আকাশের বুকের ভাঁজে।
মিটি মিটি চাঁদ চায়-
ধুসর কিরণ আসে না কাজে।
থেমে গেছে পৃথিবী-
পল্লীর প্রান্তরে নীরব কথার ছবি,
আজও যেন কেউ আঁকে ,
উজান নদীর জলের বাঁকে বাঁকে।
প্রজাপতি রঙ হীন –
জোনাকি আলোর তীব্রতা বেড়ে যায় প্রতিদিন।
পুড়ে হয় ছারখার-নেমে আসে ঘন আঁধার।
আঁধারে ডুবে যায়- হাজার বছরের সভ্যতা।
নীরব হৃদয়- চারি দিকে শুধু ব্যর্থতা।