প্রিয়, একটু ছোঁয়া দিয়ে যাও-
আমার জীবনের চলার কঠিন পথে।
বহু স্বপ্ন,বিরহ,কষ্ট, যন্ত্রণা আর
আশা-ভালোবাসা নিয়ে গেঁথেছি মালা।
দেখিছি অনেক স্বপ্ন, শুধু তোমাকে নিয়ে-
দেখিছি পূর্ণিমার চাঁদের ঝরে পড়া জ্যোৎস্নার ধারায়,
উঁকি মেরেছো বৃক্ষরাশির পাতার ফাঁকে।
এসেছো বারান্দার কাছে, ছুঁয়েছ মোর জানালাটাকে-
বিরহ,কষ্ট,যন্ত্রণা,বেদনা এই সব থাকবে আমার,
রেখে দিবো হৃদয়ের একটি কোণে,
আসবে না কোনদিন আমার মনে।
শুধু আশা-ভালোবাসা
আর সুখের স্বপ্ন দিয়ে সাজাবো তোমার।
বাড়িয়েছি হাত বৃষ্টির কণার কাছে-
ভেবেছি নিশ্চয় তোমার প্রেম আছে।
খুঁজেছি জোনাকির আলোর মাঝে-
দেখেছি ভোরের উজ্জ্বল তারার সাথে-
চেয়েছি জীবনে থাকবে-বাঁকা পথটি বেয়ে-
সারা জীবন থাকবো মোরা এক আত্ম হয়ে।