বসন্ত প্রভাতে
মহঃ সানারুল মোমিন

এই বসন্ত মাঝে,
কেউ যদি খোঁজে ?
আছি শিমূল পলাশের লাল পাপড়ির মাঝে।

গ্রাম্য পল্লীর পথ বেয়ে,
কোকিলের সাথে গান গেয়ে,
আছি শীতল নদীর জল ছবিটির গায়ে।

ঘুম ভাঙা এক টুকরো রাতে,
উল্কা ছায়া মাখা আকাশ পথে,
আছি ঘুম ভাঙা ঐ বসন্ত প্রভাতে।

একতারা আর মেঠো সুরের গানে,
মৌমাছি গুণ গুণ গুঞ্জনে-
খুঁজো আছি “মা” মাটির শীতল বুকের কোনে।
............................................................।
তারিখ- ইং-২৪/০৩/২০২২ সময় দুপুর-১২টা
বাংলা- ৯ ই চৈত্র-১৪২৮ বৃহঃবার
খড়গ্রাম, মুর্শিদাবাদ,পঃব,ভারত