আঁধারে আঁধারে অন্ধকার
কে দিবে মনে প্রাণে আলো?
আল-কুরানের রহমতে ভাই
থাকবো আমরা সবাই ভালো।
পথের দিশা কে দেখাবে আজ
কে দিবে ওগো জ্যোতির জ্ঞান?
জীবন সাথী আছে আল-কোরান
আল্লাহর রহমতের শ্রেষ্ঠ দান।
সকালে বিকালে সারাবেলা
আল্ কুরাণ থাক সবার বুকে।
সব হিংসা যাবে,দুঃখ যাবে
সুখ আসবে পৃথিবীর বুকে।
ফুলে ফলে আলোর জ্যোতিতে
ভরুক সারা এই বিশ্ব ভুবণ।
প্রতি ক্ষণে,পবিত্র আল-কুরানে
থাকুক সবার হৃদয় প্রাণ মন।