১. কাঁচের পৃথিবী
মন যে শুধু কাঁচের পৃথিবী,
স্বচ্ছ কাঁচে বাঁধানো দেওয়াল।
মৃদু আঘাতে ভেঙে পড়ে যায়,
কখনো তার রাখি না খেয়াল।
২. কাঁচে বাঁধানো দৃষ্টি
জলে ভেজা পৃথিবী,
মনে হয় অস্বচ্ছ ঝাপসা কাঁচে বাঁধানো দৃষ্টি।
চোখের আলো নিভে,
মনে হয় ক্ষয়ে যায় বিধাতার হাজার সৃষ্টি।
.........................................................
নগর,খড়গ্রাম,মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারত