আগামীর পথ
মহঃ সানারুল মোমিন
আগামীর পথ ধরে ,দাঁড়িয়ে আঁধার
আলোক শিশু আজ বড় অসহায়।
রক্ত সবুজে মিলনের ভালোবাসা
অনেক কষ্টে বৃক্ষ রেখেছে শাখায়।
মহাকাশের আঁধারের সাগর তীরে
ঘুম ভাঙে আঁধারের প্রভাত কাল।
ধীরে ধীরে আলোক শিশু হয় অসহায়
মুছে যায় আগামী প্রজন্মের সকাল।