পতাকা
মহঃ সানারুল মোমিন

১. রক্ত ঝরা পতাকা

রক্ত ঝরা ঐ পতাকায়,
আজও রক্ত ঝরে।
শত  ইচ্ছা বন্দী দশায়,
আছে মনের তীরে।

২. মানবতার পতাকা

আর কতটা রক্ত ঝরালে,
পতাকায় স্বাধীনতার ফুল ফুটবে?
আর কতটা হাত বাড়ালে,
হৃদয়ে স্বচ্ছ মানবতার আলো জ্বলবে?


.........................................................
মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারত