আগামীর স্বপ্ন
মহঃ সানারুল মোমিন
এক দুর্গন্ধ ভরা অদ্ভুত আঁধার
ঘুম ভাঙায় জ্যোৎস্না ভেজা রাতের গভীরতার।
উপন্যাসের অন্তিম অধ্যায়ে
জেগে ওঠে শত প্রাচীন মানব কঙ্কালের
করুণ বেদনার ক্ষত বিক্ষত ইতিহাস।
শৈশবের উগ্র মেজাজের ক্ষমতা হারিয়ে
বৃদ্ধ অসহায় সূর্য মহাকাশের বৃদ্ধাশ্রমে আবদ্ধ।
রাতের গভীর আঁধারের উদরে আলোক শিশুর প্রত্যাবর্তন।
ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া চাঁদ শোনায় বেদনার আত্ম গল্প
পল্লীর বুকে জন্ম দুখিনীর বৃদ্ধার কুঁড়েঘরে।
পৃথিবীর দুই নয়নে অভিশপ্ত আগামীর স্বপ্ন ।