ভোরের আবছা জোৎস্নায়,
উত্তপ্ত উনানে হতভাগা রুটিদের মত,
ক্লান্ত নক্ষত্রের এপিট ওপিট  উল্টে দেখি শৈশবের স্মৃতি কথা।
অন্ধকারের ওষ্ঠ যুগলের আঙিনায়,
উষ্ণতায় অপেক্ষারত পৃথিবীর কোমল ছোঁয়ায়
সৃষ্টির যুগ্ম শরীরের আলিঙ্গন,
আবির্ভাবের অতীত ইতিহাসের ইতিহাস।

সুস্থ শরীরে অবাঞ্ছিত লোমের আবিষ্কার,
অসহায় বৃদ্ধ অট্টালিকায় আগাছার মত।

তবু খুজি ফেলে দেওয়া সৃষ্টির যুগ্ম রক্তবিন্দু।
হারিয়ে যায় লাঞ্ছিত অন্ধকার শহরের এক কোণে।
একটু অপেক্ষা আগামীতে সৃষ্টির।
:::::::::::::::::::::::::::::::::::::::::::
২৮/০৯/২০২২,নগর,মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারত বর্ষ