কখনো গাছের শীতল ছায়ার তলে।
কখনো বা রাতের গভীর অন্ধকারে,
মাটির প্রদীপ জ্বেলে।

কখনো অজানা নদীর বালির তীরে,
কখনো বা বুকে অনেক স্বপ্ন ঘিরে।
আশার আলো জ্বেলে।

কে তুমি? উন্মত্ত পাগলের মতো।
হিজিবিজি লিখে দাও সব যত।
এখন করছো ভুল।

কাঁধেতে শ্বেত কাগজের  ঝুলি।
রেখেছো কয়েক গ্যালন কালি।
যাইবে কবিকুল?

বসেছে বিশ্ব জগৎ আনন্দ রসে।
মস্ত পাগল? তুমি রয়েছো কাব্যে বসে।
থাক না কাব্য-কবিতা।

যাও-যাও এখনই কাগজ পত্র ফেলি,
ছুটিয়া যাও চলি-মূল্যহীন এ কালি।
রইবেনা কোন মাথা  ব্যথা।

হৃদয়ের মাঝে,রয়েছে যাদের কাব্যরস-
সেইতো কাব্য রচনা করেন বারমাস,
সেই কি কবি?

কিরণে আলোময়,চারিদিক উজ্জ্বল।
সকলে দেয় আলো,করে ঝলমল।
সকলে কি  রবি?


(এখানে রবি মানে সূর্যকে বুঝাতে চেয়েছি)