আর বর্ষার কথা নয়,
কিছু স্বপ্নের  কথা বলি।
আজ যে বিষন্ন হৃদয় ,
নীরস প্রিয় গীতাঞ্জলী।

হৃদয়ের আকাশে নামে,
উষ্ণ ব্যথার বৃষ্টিধারা।
বুকের পাঁজর ঐ খামে,
ভরে দিলাম অশ্রুধারা।

মনের আকাশের জলে,
ভাসে দুই নয়ন তীর।
হাজার বেদনার ফলে,
ভেঙে পড়ে স্বপ্নের নীড়।

থাক মিষ্টি বৃষ্টির কথা,
কিছু বিষাদ সুর শুনি।
বুকের খাঁচায়  ব্যথা,
নিরাশার জালও বুনি।

বৃষ্টির কথা আজ নয়।
কিছু স্বপ্নের কাব্য পড়ি।
ভাসে যদি সব হৃদয় –
তবে অজানা দ্বীপ গড়ি।
.............................................
০৩-০৭-২০১৮,খড়গ্রাম, মুর্শিদাবাদ