স্বাদহীন ইচ্ছা স্বপ্ন
মহঃ সানারুল মোমিন
গভীর রাত জাগা স্বপ্ন,
দুই চোখে কুয়াশা তন্দ্রার ঘোর।
বিধ্বস্ত ইচ্ছা স্বপ্ন- আড়ষ্ঠ জিহ্বা-
শব্দরা বন্দী,আসে না স্বাদ- সব স্বাদহীন।
আসে না রুপালী রাত আর সোনালী স্বপ্নের দিন।
অচল স্নায়ু, বিকল সারা অঙ্গ-
আবছা আলোয় নীরব শব্দের বেদনার ঘুম।
জীবনের উষ্ণ নদীধারা- দুঃখে স্থীর নিঝুম।
ঝরে পড়ে ধীরে ধীরে-
মিশে যায় আঁধারের হৃদয়ের গভীর থেকে গভীরে।
চির শান্তির পথে-
অজানা অচেনা রাতে।
চলে যায় আর কিছু বলে যায়-
“ থাক শূন্য মন, শুকনো হৃদয়”।