আমি এক ক্ষুদ্র অসহায় তেলহীন মাটির প্রদীপ-
জ্বলে থাকি আঁধারের অতল গভীরে- জানিনা কার আদেশে?
জোনাকির আলোর মত নয় কোমল শীতল –আছে সামান্য উত্তাপ-
তবু নিঃসঙ্গ একা অসহায়, উদর জ্বলে একটু খাবারের আশায়।
হয়তো হঠাৎ নিভে যাবো- তাইতো ভাবি কবে হব?- এই জীবনে ঐ তাদের মত--
টিমটিম করে জ্বলি আর মিটমিট করে চেয়ে থাকি-
ঐ সীমাহীন অসংখ্য জোনাকি মত নক্ষত্রের পানে।
কখনও বা ঐ প্রকান্ড তপ্ত চির জ্বলন্ত হাস্য সূর্যের কিরণের করুণ দয়ায়-----
আমি মিশে যেতে চাই ঐ জ্বলন্ত তারকা আর রবির আসরে—
নিতে চাই অন্ধকার হৃদয়ে সীমাহীন আলো- ঐ যারা যুগ যুগ ধরে দীপ্তশিখায় জ্বলন্ত-
আমি বুঝিনা কিছুই আমার ক্ষুদ্র আলোর গভীরতা, তীব্রতা তৃক্ষ্মতা---
হারিয়ে যাবো বালুকার দেশে,অকালেতে মিশে নতুবা সাগরের বিস্তর জল কণায়-----
অকালে ভেসে যাবো মানবের সংখ্যহীন জন জোয়ারে-
অথবা অচেনা সাগরের কণ্টকময় তীরে।
তাইতো চেয়ে চেয়ে থাকি ব্যকুল নয়নে কখন আসবে আশার তারকা হৃদয় গগনে।