দেহের ভেতর, স্নেহের আদর-
গন্ধতে, ছন্দতে
ভ্রমরার গুঞ্জন, চঞ্চল প্রাণমন।
মহা আনন্দে ভরা, এই জীবন গড়া।
গীতিতে,প্রীতিতে
প্রজাপতির উড়া, ব্যকুলতায় ভরা।
উল্লাসেতে হাসা, আনন্দেতে ভাসা।
এ সুখেতে, দুঃখেতে
জীবন রেখায়,মরণ লেখায়-
জীবনের মরণের  মালা গাঁথা-
এতো প্রাণের স্বপ্নের ইতিকথা।