হিমেল হাওয়ার,পরশ দিয়ে
স্বপ্ন নিয়ে,
এল হেমন্ত।
শান্ত আকাশ, সুখের বাতাস
আঁকে ছবি,
ঐ দিগন্ত।

তরুর ফুলে,প্রাণটি খুলে
আঁকে ছবি,
এই হেমন্ত।
শিশির কণা, হীরের দানা,
সুর রচে,
ঐ ধরার প্রান্ত।

কুয়াশা চাদর,করে আদর
মনটি দিয়ে,
কোমল ধরার পায়।
অজানা সুর, চলে বহুদূর,
বহু আশায়,
প্রাণটি ছুঁয়ে যায়।

ঘাসের কোনে,ধরার প্রাণে
জাগালো বুঝি
প্রাণের আশা।
ফুলে ফুলে,গানে গানে
ছড়ালো কি?
প্রেম ভালোবাসা।

স্বর্ণ ধানে, মাঠের কোনে
মেঠো সুরে,
গাইল চাষী গান।
ক্লান্ত দেহ, সবল ওগো
ভরল গৃহ
ফিরল মনে প্রাণ।


...........................................................................।।
ইংরাজিঃ ৩১-১০-২০১৭
বাংলাঃ ১৩ ই কার্তিক-১৪২৪
খড়গ্রাম, মুর্শিদাবাদ