স্বপ্ন নিঝুম আকাশের গায়,
একটু ছোঁয়ায়, হৃদয়ে পায়।
মনোবিতানে সুর তরঙ্গ, ছন্দ গীতির অন্তরঙ্গ।
মিশে আকাশে, অবশেষে,দিনের শেষে।
ভালোবেসে, প্রেমের দেশে,ছদ্মদেশে।
লিখো শুধু হেরে যাওয়া মানুষের গান,
হৃদয় ছোঁয়ায়, ভালোবাসায়।
বাউল সুরের একতারাতে,ছন্দ ছুঁয়ে পল্লীপথে।
নদী তীরের পথের সাথে,একটু বিকাল,একটু রাতে।উজান নদীর পথে পথে,মেঘবালিকা রথে।
শুধু স্বপ্ন নিঝুম রয়, নীল আকাশের ঠাঁই
প্রেমের দেশে,ছদ্মবেশে নীল আকাশে রই।
স্বপ্ন মধুর নিঝুম রাতে রয়।