সুখ স্মৃতির খোঁজে
   মহঃ সানারুল  মোমিন

একটু সুখ স্মৃতি খুঁজি,
ফেলা আসা সময়ের স্তুপ জঞ্জালে,
মৃত মানবের কঙ্কালে।
আদিমের প্রাচীন প্রস্তরে,সিক্ত মৃত্তিকার অন্তরে।
জেগে ওঠা বন্য দাবানলে।

নিরাশ, হতাশ,
শান্তি খুঁজি অসহায়ের অশ্রজলে।
..................................................................
২৪-০৯-২০২০ বৃহঃবার,খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারত