ঝড়
মহঃ সানারুল মোমিন
১. মানবতার ঝড়
আসুক সেই ঝড়,মানবতার
উড়ে যাক সব জঞ্জাল।
ভরুক ভুবন,গাই সুখে গান
জেগে উঠুক সুখে মৃত কঙ্কাল।
২. দুরন্ত ঝড়
আসুক এক দুরন্ত ঝড়
যার মাঝে আছে তীব্র অগ্নি শিখা
মরণের পরে যেন এঁকে যায়
জীবনের সুখ ছন্দ লিখা