[আসরের নিয়মিত পরম স্বনামধন্য শ্রদ্ধেয়  কবি “গোপাল চন্দ্র সরকার”  মহাশয়কে আমার এই লিখা উপহার দিলাম-যার কবিতা পড়লে মনে আসে নতুন শব্দের আগমন,সুর ছন্দ পায় নিজ প্রাণ মন]

বিশ্ব মাঝে
মধুর সুর বাজে
বাজে নূপুর।
অজানা পাখি,মেলে দুই আঁখি-
রচে গান আর কিছু সুর।

ভুবন জুড়ে
মনের সুপ্ত নীড়ে
রচে পাখি গান।
অজানা ছন্দ, আনে আনন্দ-
জুড়ায় মন আর প্রাণ।


অদৃশ্য ডানায়
উড়ে চলে যায়
সীমাহীন পথে।
মনের কিছু কথা, কিছু ব্যথা।
বলে যায় তারাদের সাথে।

রামধনুর তীরে
ফিরে বারেবারে-
খুঁজি কিছু সুখ-
তার যে হৃদয়,কত লাল রয়।
সবটাই নাকি দুঃখ?

কবিতাটি কবে
গভীর হয়ে রবে
বিশ্ব ভুবন মাঝেl
মিশবে আকাশে,মিশবে বাতাসে।
হৃদয়ে সাজবে নব নব সাজে।