চারি দিকে শুধু ব্যস্ততা,আর ব্যস্ততা।
আজো হৃদয়ের ভাঁজে ভাঁজে রয়ে গেছে,
কিছু পঙ্গু নীরব নীরবতা।
দেখো এখনও চির ঘুমন্ত।
আদি কাল থেকে অনন্ত।
বেদনায় চাপা পড়া স্বচ্ছ মানবতা।

ঘুমিয়ে দিন দিন,একেবারে হয়ে গেছে ক্ষীণ।
আর দিশাহীন-দিশার আলো বিহীন।
করুণ নয়নে, চায় শুধু বিষাদ মনে-
যন্ত্রণায় কাঁদে আর কাঁদে।
নেই মুক্তি, নেই শক্তি।
আটকে গেছে হিংসা আর অজ্ঞতার ফাঁদে।

এগিয়ে চলে চুপচাপ স্বপ্নের  সভ্যতা।
ভেঙে যায় নীরবতা আর মানবতা------
রয়ে যায় মাঝে মাঝে কিছু ব্যর্থতা।
.....................................................................
২২-০৬-২০১৮ শুক্রবার, নগর,মুর্শিদাবাদ।