জন্ম দিয়েই মা’টি আমার মাটি হল-
মাটি যেমন অবহেলায় থাকে।
জন্ম দাত্রী মা’টি,ডাকলে আমায়
ভয়ে লুকাই মাটির ফাঁকে।
ভুলেই গেছি জন্ম কথা,
ভুলেই গেছি মা’য়ের হাজার ব্যথা।
ভুলেই গেছি স্নেহের শৈশব-।
জীবনটাকে পেয়েই আমি,
মিথ্যে রচি জীবন পাগলামি।
মা’নাই,কিন্তু শত রুপে মানায় উৎসব।
মা’য়ের পরে মাটি আপন,
মনে রাখার আছে প্রয়োজন।
মা’টি আমার জন্ম দিয়ে দিল আদর-
স্নেহ দিয়ে মাটি ভরায় ফুলে ফলে।
বিদায় বেলায় ঘুমিয়ে যাবো মা- মাটির কোলে।