এসো হে,নববর্ষ-
এসেছে নতুন সূর্য।
নব আলোকে রাঙিয়ে দিগন্ত।
এসো নিয়ে শুধু সুখ আনন্দ।
ভরে দাও,ক্ষুদ্র নতুন এই প্রাণ।
উঠুক নতুন সুর, নব ছন্দে শুধু আনন্দে।
দিকে দিকে রচিত হোক শুধু সুর আর গান।
নতুন বর্ষে,
আনন্দ আর হর্ষে।
ভরে উঠুক সবার জীবন।
ভালোবেসে, হেসে হেসে-থাকি জীবন মরণ।
শুভ দিনে প্রতি ক্ষণে ক্ষণে টুটুক আঁধার-পৃথিবীর সবার।
আসুক শুভদিন,দিন প্রতিদিন-থাকুক আনন্দ আর হর্ষ-
শুভ হোক নতুন দিনে, এই শুভক্ষণে- তোমার আমার সবার।
শুভ নববর্ষ-১৪২৫---------
..........................................................................................
সকলকে শুভ বাংলা নববর্ষের (১৪২৫ সন) আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
পরম করুনাময় আল্লাহ্তলা সবাইকে ভালো ও সুস্থ রাখেন এই শুভ কামনা থাকল।