সামনে পিছুনে শুধু গভীর অদৃশ্য শূন্যতা,
মাঝে টিপটিপ-জ্বলে প্রদীপ।
মাঝে রয়ে গেছে,কিছু কিছু ক্ষয়ে গেছে-
এক অপরুপ সভ্যতা।
বয়ে যায়, শেষ নাই।
অনন্তে মিশে যায়,
কিছু ভাঙে,কিছু গড়ে,
আর কিছু রেখে যায়।
কিছু পাই সফলতা,বাকি সব ব্যর্থতা।
দিন দিন প্রতিদিন-
শূন্য থেকে আসে,কাকে ভালোবেসে,
আবার শূন্যে হয় বিলীন।
আলোকিত জীবনে,
কত আশা প্রাণে।
নিমেশে হয় শেষ,
মিছে ভাবি-ভালো আছি আমি বেশ।
শুরু শূন্য হতে-শূন্যতে বিলীন-
শত আলো-মন্দ ভালো।
অদৃশ্য শূন্যে মিশে অবশেষে একদিন।
..................................................................।
ইংরাজীঃ ২৭-০৩-২০১৮
বাংলাঃ ১২ ই চৈত্র- ১৪২৪
মঙ্গলবার- নগর, মুর্শিদাবাদ।