আজ মাটির বুকেতে কান পেতে শুনি-
কারা যেন বারবার করে আহ্বান ?
বলে গাও সাম্য, মনুষ্যত্বের জয়গান—
আমার বুকেতে, হাজার সুখেতে
ঘুমিয়ে আছে- যারা হিংসা,ক্রোধে ঝরিয়ে প্রাণ---
রুক্ষ মাটি, শুকনো নদী ভরেছে রক্ত চোখের জলে।
পুড়িয়েছো মানবতা,প্রেম-তোমাদেরই সৃষ্ট দাবানলে।
হৃদয়ের প্রাণহীন নদী- আজ সতেজ থাকত যদি-
কতনা হত অজানা অচেনা আবিষ্কার-
তার মাঝে ডুবে থাকা- মনুষ্যত্ব মানবতা?
একদিন মানুষই দ্বারা হতো উদ্ধার।
যুগে যুগে বয়েছে রক্ত প্লাবন-
মানেনি গ্রীষ্ম,আষাঢ়-শ্রাবণ।
দেখ মিশে আছে বেদনাময় মাটির দেশে।
ভেবোনা কখনো সবল, তুমি আরও দুর্বল।
একদিন আসবে এখানে নিঃসঙ্গতায়, মৃত্যুর শেষে।
সবলে দুর্বলে এক হবে,থাকবে ভালোবেসে,মিলেমিশে।
..........................................
ইংরাজি-১০.০৯.২০১৭
নগর, মুর্শিদাবাদ-