শুধু তোমার-ই জন্যে-
মিশে যাবো তোমার-ই ,
ঘন কালো কেশের অরণ্যে।

শুধু ভালবাসার তরে-
দিবো ডুব তোমার-ই ,
কাজল কালো নয়ন সাগরে।

রেখে শুধু হৃদয় মাঝে-
শুধু একবার ভালোবেসে,
দিবো সাড়া-সকাল বিকাল সাঁঝে।

রেখে ওষ্ঠ রেখার রঙে-
একটু আদর দিয়ে ,
আমি দিবো সাড়া-নানা ঢঙে।

রেখো মুক্তা হাসির ধারায়-
একটু প্রেম দিয়ে,
তোমার-ই প্রেমের ঝরনায়।

............



রচনা কাল-ছেলেবেলা,
সময়-অজানা