বার বার হেরে যাই,
ঐ শুধু তারই কাছে।
জন্ম থেকেই সাথী-
মৃত্যুর আগেও আছে।
আজও চলছে সংঘাত,
নিশিদিবা কিবা রাত।
যুগ থেকে যুগে যুগে-
আছে রবে ছিল আগে।
ভাবি,মানবো না হার,
প্রতিজ্ঞা করি বারবার।
একটুতেই মানি হার,
পেট জ্বালা আঁখি আঁধার।