আর নেই শ্রাবণ-
ধীরে ধীরে চলে গেছে আজানার দেশে।
রেখে গেছে কিছু স্মৃতি।
কেয়ার কিছু সুমিষ্টি গন্ধ।
আজও পাওয়া যায় জল ভর্তি নয়না নদীর বাঁকে।
নয়নাভিরাম কদম ফুলের সৌন্দর্যের পরিবর্তন প্রিয় ফল।
অবহেলায় বৃক্ষ ছায়ায় নিচে নীরব।
রেখে গেছে আকাশের বুকে,
ছেঁড়া ছেঁড়া অবিভাবকহীন কিছু সাদা মেঘ।
বুকে কিছু আশা- কিছু নাকি হতাশা।
ভাদ্রের তীব্র উষ্ণতা অপেক্ষায় ।
শুকিয়ে দিতে চায় বুকের আশার জল।
ছেঁড়া মেঘ কাশফুল হয়ে ফিরবেই-
নদী মোহনার বাঁকে বাঁকে ।
আসবে ভোরের শিশির ঝাঁকে ঝাঁকে।
যাক না শ্রাবণ দূরে।
অজানা অন্তরে।
হাজার স্মৃতি আছে বুকে,খুব সুখে।
আছি অপেক্ষায়----
নীল পদ্ম না হয় শ্বেত শিউলীর আশায়।