বাজছে মাদল,
              উঠছে সুর,
মেঘের ফাঁকে,
              থেকে থেকে-
উঁকি মারে  সোনা রোদ্দুর।

খেলছে মেঘ,
           আকাশ মাঠে,
মরাল ডাকে,
            থেকে থেকে-
মরালী  চেয়ে, নদীর ঘাটে।

কেয়ার খেয়ায়,
              ভাসছে ঘ্রাণ,
কদম ফুলে,
            ডালে ডালে-
সাজছে সবাই,ধরছে  গান।

বাদল মেঘে,
            আদর লেগে,
স্বপ্ন জাগায়,
            মনের থেকে,
ভাসছে নদী, জুড়ায় প্রাণ।

এসে শ্রাবণ,
           সাজায় বন।
উতাল নদী,
           হৃদয় মন।
শ্রাবণ ধারার অশেষ দান।

........................................................................
“আমি অতি ক্ষুদ্র, অতি নগণ্য-
আমি ফুল দিব,ফল দিব।
দিব মুক্ত বাতাস, দিব নির্মল নিশ্বাস-
এ আমার চির বিশ্বাস।
তোমার, আমার, বিশ্ব বাসীর জন্য”।
                         ----- নব অঙ্কুরিত বীজ