আজ শুভ ২৫শে বৈশাখে,
বৃক্ষ লতার শাখে শাখে।
দেখি কি অপরূপ শোভা।
ঐ যেন কে আসে।
কারে ভালোবেসে।
চারি দিগন্তে ছড়িয়ে আভা।
নানা পাখি, নানা ফুল,
সাজিয়ে জগৎকুল ।
আঁকে কি অপরূপ ছবি।
আজ এই শুভ দিনে।
পৃথিবীর স্বর্ণ স্থানে।
উদিত হলেন শ্রদ্ধেয় রবি।
...........................................................................................................
২৫ শে বৈশাখ চির শ্রদ্ধেয় কবি গুরু রবীন্দ্রনাথের ১৫৭ তম জন্ম দিবস। এই দিনটি প্রতিটি বাঙালী জাতীর গর্বের দিন।