শীতের সকাল,সোনার রবি
উকি মারে ঐ বাঁশবনে।
কারা যেন গুনগুন গান গায়,
ডাকে তার প্রিয় জনে।
রাতের শেয়াল, ধরেছিল সুর
ঐ ঘন কুয়ায় পল্লির প্রান্তরে।
এসেছে শীত,গায় প্রীতি গীত,
কত না আশা বাঁধি অন্তরে।
কন কনিয়ে আদর করে,
তোমার আমার হাত পায়।
শীতের সকাল,তোমার প্রীতিতে
মোরা সুখ,দুঃখের গান গায়।
রাতের জোনাকি, ছিলনা বাকি।
রেখেছিল প্রাণ প্রদীপ জ্বেলে।
এসো ওগো শীত,গাও প্রীতি গীত,
থাকো সারা জীবন প্রাণ খুলে।
থাকবে তুমি অতিথি হয়ে,
অতি অল্প সময় জুড়ে।
রয়েছো হৃদয়ে,প্রাণ ঘিরে-
এসো ফিরে বারেবারে ।