পৌষের সকাল,মাঠ ঘাট আ্‌জ-
শীতের কুয়াশার চাদরে ঢাকা।
শীতল হাওয়ায় সকলে চুপচাপ,
চড়ুই,শালিক বন্ধ রেখেছে ডাকা।

কুয়াশার কোলে,সব কিছু ভুলে,
রবি নাকি দিয়েছে নিশ্চিত ঘুম?
হারিয়ে ছন্দ,নাই কোনো আনন্দ,
বন্ধ রেখেছে তারা সবকিছু ধুম।

সবুজ সকালে,সোনালী বিকেলে,
বন্ধ আজ ধান শালিকের খেলা।
সুর তোলে ঐ  রাতের শেয়াল-
আজ  নয়   সেতো   সুর ভুলা।

রাতের আকাশে,শীতল বাতাসে
চন্দ্র  জেগেছিল    সারা  রাতি।
এক পুণ্য  লগনে, শান্ত গগনে,
তারারা জ্বালিয়েছে প্রেমের বাতি।

......................................................
ইং-২০.১২.২০১৭বৈকালঃ ৩.৩০টা
খড়গ্রাম, মুর্শিদাবাদ