ক্ষণে ক্ষণে যাচ্ছে চলে-সবুজ পৃথিবীতে
গভীর ভালবাসার আলো।
চারিদিক জোনাকিদের ঝিকমিক- নক্ষত্রদের আহ্বান
তবু সব যেন আঁধার কালো।
চাষীদের শরীরে আজ নেই-পৃথিবীর বুক চেরা
চষা মাটির মেঠো গন্ধ।
চোখ মুখ কান সব কিছু খোলা-তবু কেন?
অন্ধের চেয়ে বেশি অন্ধ।
মেঠো শীতল বাতাস নিঝুম রাতে-স্তব্ধ
বাশবনে পেঁচারা চুপচাপ।
লজ্জায় মাথা হেট- মানবতা, সভ্য সভ্যতা-
রক্তে মিশে চলে ধুপধাপ।
দেখা মেলানা আর পিতৃসম গুরুজনের-
দেবেন স্বেচ্ছায় আশীর্বাদ।
কোথায় কাকে দেবে আশীর্বাদ-? লাগে ভয়-
যদি হয় মিথ্যায় আপবাদ।
বুকের পাঁজরে কষ্ট চেপে-
যাতনাকে পায়ের নিচে রেখে-
শক্ত পায়ে দ্রুত বেগে হাওয়ার বেগে চলি-
আর মনে মনে বলি।
ঐ অশান্ত আকাশে, দুঃগন্ধ বাতাসে-
জীবনের সংগ্রামে-
ভরে দাও যত সুখ শান্তি-
জীবনে চলার কাগজের ক্ষুদ্রতম ডাকের খামে।
যেন যুগে যুগে এই পৃথিবীতে
সুখ শান্তি-আসে নেমে----
..................................................................
১৮.০৯.২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ