[ আসরের কবি- “স্বপন গায়েন (উদয়ন কবি)”-কে উপহার  দিলাম]

নীল দিগন্তে লুকিয়ে আছে
        সাত রঙের রামধনু ।
কার আনন্দে নাচে শতফুল?
        ছড়ায় পরাগ পুষ্পরেণু ।

আকাশের বুকে, মহা সুখে-
       হাজার প্রদীপ জ্বালে তারা।
সেই সুর ছন্দে, মহানন্দে-
      জীবকূল হয়েছে আত্মহারা।


রবি চলে,দিনের মায়া ভুলে,
          গোধূলি ছুঁয়েছে প্রাণ?
সাঁঝের আকাশে,মুগ্ধ বাতাসে,
        শুনি  পাখির কলতান।

রাত্রি নিঝুম, ঝেড়ে ফেলে ঘুম,
             ছায়া পথ দেবো পাড়ি।
পথ আঁধার, নেই পারাপর
            চন্দ্রমামা দিয়েছে আড়ি।

চলেছে মন, যখন তখন
          অজানা সপ্ত আসমান পারে।
হাজার রঙে, ফুটে কত ফুল?
         নীল দিগন্তের ধারে ধারে।