শত শত বিহঙ্গ, দুলাইয়ে নিজ অঙ্গ।
নাচিল কাননে, নিজ  আনমনে।
গাহিল মনের আনন্দে,সকাল-বিকাল-সন্ধ্যে।
কহিল “মোদের নাই চিন্তা, নাই ভাবনা।
তুমি যে শ্রেষ্ঠ মানব জাতি-----!
কিসের হয়েছে ক্ষতি---?
তবু কেন হাজার হাজার হৃদয়ে বেদনা?
সদা কেন রাখো মনের মাঝে যন্ত্রণা”?

....................................।।