রিনিঝিনি সুমধূর সুরে,
সোনা ঝরে, ধীরে ধীরে,
শরতের সোনা রোদ্দুরে।
নদীর ঐ তীরে তীরে,
দাড়িয়ে সারে সারে।
অপরূপ শ্বেত ফুলে,
নাড়ে মাথা দুলে দুলে।
ছড়িয়ে মাথার চুল,
কে হাসে ওগো-
আপনমনে, প্রফুল্ল প্রাণে,
ঐ নাচে শ্বেত কাশফুল।
কি মধূর গানে গানে,
শান্ত গগণে গগণে।
পুঞ্জ পুঞ্জ মেঘছানা,
ছড়িয়ে সাদা ডানা।
অনন্ত আকাশে মিশে যায়।
কি দারুন সুরে,
দুলে দুলে নৃত্য করে।
জীবনের গান গায়।
নব দিগন্তে গগণে,
মাটিদের কোনে কোনে,
নিত্য নতুন আদর ছড়ায়।
নদী কুলু কুলু বেগে,
চলে সারা রাত জেগে।
ছুটে চলে আজানা মোহনায়।
অনন্ত প্রেম ভালোবাসায়।
সারি সারি হংস বলাকা,
নাই আজ একা একা।
উড়ে চলে নীল গগণে,
আনমনে,শান্ত মনে,
ফিরে আসে কাশবনে।
নদীর জলে জলে,
শাপলার ফুলে ফুলে।
নব নব প্রেম খোঁজে,
পদ্মের পাতায় পাতায়।
সুর ঝরে কবিতায়,
কাশ বনের জ্যোৎস্নায়।
প্রভাতে কাননে
কারা থাকে গোপনে?
দেখে পদ্ম কলির হাঁই তোলা,
দ্রুত বেগে ছুটে আসে
মধুকর যেন প্রাণ ভোলা।
গুন গুন গুঞ্জনে,
কলিদের কানে কানে।
ফিস ফিস কথা কয়,
চেয়ে দেখে বারবার,
ভরে শূন্য হৃদয়।
.................................।।
১৭.০৮.২০১৭
নগর, মুর্শিদাবাদ-