কাশফুল,ঘাসফুল,
মাথায় নিয়ে শ্বেত চুল,
দাড়িয়ে পল্লীর ধারে ধারে।
তুমি শারদ শ্রী,
আমরা চিনি তোমারই,
আগমনীর ধ্বনি সব ঘরে ঘরে।
কত কাব্য গল্প লিখি,
আজও শুধু তোমায় দেখি,
হাজার ছবি আঁখি পল্লীর প্রান্তরে।
নীরবে থাকো চুপ,
দেখি, কি শোভা অপরূপ,
দুলে দুলে কারে কর আহ্বান।
তোমার শুভ আগমনে,
হাজার শত জনের মনে প্রাণে,
আসে সুর আগমনীর শুভ গান।